রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলি জগতের জনপ্রিয় এক জুটি। তাদের প্রেম সর্বজন বিদিত। কবে তারা ছাদনাতলায় যাচ্ছেন সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বিয়ের দিনক্ষণ পাকা। এবার শুধু আর কয়েকটা দিন। রাজকীয় এই বিয়ের আসর কোথায় বসছে জানেন?
বিয়ে হবে দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে। ৪০০-৬০০ অতিথি একসঙ্গে এই অনুষ্ঠান বাড়িতে আসতে পারবে। বুকিংয়ের জন্য খরচ শুরু হয় ২ লাখ টাকা থেকে। ইনডোর আর আউটডোর দু জায়গাতেই অনুষ্ঠানের আয়োজন করা যায়।
ইতিমধ্যেই এই জুটি গুরুজনদের উপস্থিতিতে সেরেছেন আশীর্বাদ পর্ব। অর্থাৎ আরও একধাপ এগোলেন ছাদনাতলার দিকে।নীল পাঞ্জাবী পড়েছিলেন রুবেল। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা। পরিবার ঘনিষ্ঠ কয়েকজন এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই হল সব অনুষ্ঠান।
জানা গিয়েছে, ১৯শে জানুয়ারি, রবিবারই গাঁটছড়া বাঁধবেন দুজনে। অর্থাৎ বিয়ের বাকি আর মাত্র ৮ দিন। প্রি-ওয়েডিং ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘দিন গুনছি চিরকালের মতো একসঙ্গে যাত্রা শুরুর আগে। দু’টো হৃদয় একটা সফর’।