সব বাধা পেরিয়ে আবার এক হয়েছেন রাহুল প্রিয়াঙ্কা। বিবাহ বিচ্ছেদের মামলার জট কাটিয়ে সহজ হয়েছে তাঁদের সম্পর্কের সমীকরন। এর মধ্যেই একবার রাহুল প্রিয়াঙ্কার এক হওয়া নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী রুকমা।
রাহুল প্রিয়াঙ্কার বিচ্ছেদের পর দুই তরফেই তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে গুঞ্জন উঠেছিল। রাহুলের সঙ্গে জড়িয়েছিল সন্দিপ্তা, রুকমার মত অভিনেত্রীর নাম। অন্যদিকে প্রিয়াঙ্কাও নাকি কোনও এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। যদিও কোনও পক্ষই এই গুঞ্জনকে পাত্তা দেননি।
তবে রুকমার গালে চুমু দিচ্ছেন অভিনেতা এমন একটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। এবার এই নিয়ে মুখ খুললেন রুকমা। অভিনেত্রী বলেন, “রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি”।
প্রসঙ্গত,চিরদিনই তুমি যে আমার সিনেমা করার পর একেবারে আশ্চর্যজনক ভাবেই বিয়ে করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই সময় তাদের জুটি ব্যাপক হিট হয়েছিল। তবে বেশ কিছুদিন সংসার করার পরেই ছন্দপতন ঘটে। তবে গত বছর থেকেই একটু একটু করে সহজ হচ্ছিল প্রিয়াঙ্কা এবং রাহুলের সম্পর্ক। পুজো, দোল কিংবা যে কোন অনুষ্ঠানেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এরপরেই কানাঘুষা শোনা যাচ্ছিল তাদের মধ্যেকার ঝামেলা মিটতে চলেছে। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেতা। মিটে গিয়েছে তাদের মধ্যেকার বিবাহ বিচ্ছেদের মামলা।