জিৎ হানড্রেড পার্সেন্ট লাভ, আর দেবের সঙ্গে কাজ করতে গেলেই….! কোন প্রসঙ্গে হঠাৎ এমন বলে বসলেন রুক্মিণী?

রুক্মিণী মৈত্র, বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবির কাজ এখন তার হাতে। এরমধ্যেই শুরু করে ফেললেন আরো এক নতুন ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। জিতের সঙ্গে শুরু করলেন বুমেরাং ছবির শুটিং। এরপরেই শেয়ার করলেন জিতের সঙ্গে তার কাজের অভিজ্ঞতার কথা।
সম্প্রতি দেব এবং রুক্মিণী ফেসবুক লাইভে আসেন। সেখানে এসেই নিজের অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। দেব একের পর এক প্রশ্ন করেন তাঁকে। আর তার জবাব দিতে থাকেন রুক্মিণী। দেব জানতে চান, সত্যবতী হওয়ায় এখনও পর্যন্ত সবচেয়ে ভালো প্রশংসা কী পেয়েছেন রুক্মিণী? তিনি বলেন, “সত্যবতীর পোস্টার রিলিজের পরের সেই মুহূর্তটা। যখন প্রথম ছবির অফার আসে সেই সময়টাও খুব স্পেশ্যাল”।
এরপর জিতের প্রসঙ্গ উঠতেই রুক্মিণী বলেন, “জিৎ হল হানড্রেড পার্সেন্ট লাভ”। রুক্মিণীর কথায় অবশ্য একমত দেবও। হেসে বলেন, “আমারও ভালোবাসা জিৎ”। তবে দেব সবসময়ের মতোই ভীষণ সাপোর্টিভ বলেও জানান তিনি।
ইতিমধ্যেই নটী বিনোদিনীর শুটিং শেষ করে ফেলেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও শেষ করেছেন দেবের সঙ্গে ব্যোমকেশ ছবির শুটিং। ১১আগস্ট মুক্তি পাবে সেই ছবি। সৃজিতের অপর আরো একটি ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন তিনি। এর মধ্যেই শুরু হল বুমেরাঙের শুটিংও।