ছোটবেলার ছবি মানেই একরাশ নস্টালজিয়া। আর সেখানে যদি প্রিয় মানুষরা থাকে তাহলে তো কথাই নেই। এইবার তেমনই এক ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মায়ের সঙ্গে ছবি দিলেন এই অভিনেত্রী। পুরোনো ছবি দেখে অভিনেত্রীকে চেনার উপায় নেই।
ছবি দেখে কি চেনা যাচ্ছে অভিনেত্রীকে? খাদ্যরসিক হিসাবেও টলিপাড়ায় তিনি দারুন জনপ্রিয়। । ইনি হলেন রুক্মিণী মৈত্র। সঙ্গে তাঁর মা। ছবি আপলোড করার পর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে এই ছবি।
ছবিতে দেখা যাচ্ছে মা তাঁকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন। মায়ের মুখের সঙ্গে কিন্তু নায়িকার মুখেরও অনেক মিল রয়েছে। মায়ের জন্মদিন উপলক্ষে নিজের ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। তার মধ্যে এটি অন্য একটি ছবি।
দিনের পর দিন বিনোদিনী হিসেবে ভেঙেচুরে নিজেকে নাট্য সম্রাজ্ঞীর রূপ দিয়েছেন রুক্মিণী। কখনও বেলুড় মঠ-এ দুহাত উপরে তুলে নাম সংকীর্তন করছেন তিনি কখনও আবার নিজের পোস্টার নিজের হাতেই সেঁটে দিচ্ছেন দেওয়ালে দেওয়ালে।গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টারের আত্মজীবনীকে সকলের সামনে তুলে ধরার জন্য। পাঁচ বছর ধরে চরিত্রের সঙ্গে যাপন করেছেন প্রত্যেকটা মুহূর্ত।কী