ডেঙ্গি আক্রান্ত রুক্মিণী মৈত্র? নিজের অসুস্থতা নিয়ে কী বললেন অভিনেত্রী?

বর্তমান সময়ে চারিদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। এদের মধ্যে বাড়াবাড়িও হচ্ছে অনেকের। প্রশাসনের তরফে বারবার সাবধানতা অবলম্বনের জন্য প্রচার চালানো হচ্ছে। এরমধ্যেই টলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে রুক্মিণী মৈত্র নাকি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বাড়াবাড়ি হয়েছে এতটাই যে তিনি নাকি বাইরে থেকেই বের হতে পারছেন না।
তবে এবার নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সব জানিয়ে দিলেন তার কি আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভ্রান্ত। ইনি সুস্থ স্বাভাবিক রয়েছেন। তার কখনোই ডেঙ্গু হয়নি। অনুরাগীদের জানালেন তাকে নিয়ে যেন অযথা চিন্তা করা না হয়।
তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগে ছিল তার অনুরাগী মহল। তারা বারবার জানতে কৌতুহলী হচ্ছিলেন যে তাদের প্রিয় অভিনেত্রী কেমন আছেন। এবার তাদের উদ্দেশ্যে এই ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখলেন, “সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। তবে খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থতার পথে। আগের থেকে অনেকটা ঠিক আছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।”
রুক্মিণী মৈত্র বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবির কাজ এখন তার হাতে। এরমধ্যেই শুরু করে ফেললেন আরো এক নতুন ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। জিতের সঙ্গে শুরু করেছেন বুমেরাং ছবির শুটিং। ইতিমধ্যেই নটী বিনোদিনীর শুটিং শেষ করে ফেলেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও সৃজিতের অপর আরো একটি ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন তিনি।