চেহারা নিয়ে সমালোচনার শিকার, মা হিসেবেও ব্যর্থ ভাবেন নিজেকে! এক কালের এই জনপ্রিয় অভিনেত্রীকে চিনতে পারছেন?

Published on:

চেহারা নিয়ে সমালোচনার শিকার, মা হিসেবেও ব্যর্থ ভাবেন নিজেকে! এক কালের এই জনপ্রিয় অভিনেত্রীকে চিনতে পারছেন?

বলিউডে বাঙ্গালীদের দাপট ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র। তেমনি এক বাঙালি কন্যার রূপালী গঙ্গোপাধ্যায় একের পর এক জনপ্রিয় হিন্দি সিরিয়াল করে তাক লাগিয়েছেন বলিউডে। সারাভাই ভার্সেস সারাভাই, সাহেব মেরা ইয়ার মেরা দুশমন এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অতি পরিচিত মুখ রূপালী গঙ্গোপাধ্যায়। এদিন জেনে নেওয়া যাক এই অভিনেত্রীর কিছু অজানা গল্প।

এই দাপুটে অভিনেত্রী মাত্র ৭ বছর বয়সেই শুরু করেছেন নিজের অভিনয় জীবন। সাহেব ছবিতে প্রথম তিনি অভিনয় করেন। তার সঙ্গে সেই সিনেমায় ছিলেন অনিল কাপুর, অমৃতা সিং, রাখি, প্রয়াত উৎপল দত্তের মতো তাবড় তাবড় অভিনেতারা। নিজের অভিনয়ের দক্ষতার গুনে সহজেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি।

   
 ⁠

যদিও তার অভিনয় জগতে প্রবেশ তার বাবা পরিচালক অনিল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। তার বাবার পরিচালিত বলিদান সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। প্রথমে বলিদান এবং সাহেব ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রুপালি গঙ্গোপাধ্যায় কে। এরপরে অনুপমার জন্য চর্চায় উঠে আসেন এই অভিনেত্রী।

  
 ⁠

জানা গিয়েছে বহুল চর্চিত অনুপমা ধারাবাহিকের জন্য তিনি কখনোই প্রথম পছন্দ ছিলেন না। এই ধারাবাহিকের জন্য প্রথমে সাক্ষী তানোয়ার, জুহি পার্মার, গৌরী প্রধান, মনা সিঙ্গের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রূপালিকে সেই চরিত্রে নেওয়া হয়।

২০০০ সালে মুম্বাইয়ের একটি বিজ্ঞাপন সংস্থা শুরু করেন রূপালী গঙ্গোপাধ্যায়। তার বাবার সঙ্গে পার্টনারশিপে এই বিজ্ঞাপন সংস্থা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচো অত্যন্ত পারদর্শী রুপালী। তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী।

তবে এত সফলতার পরেও তার জীবনে রয়েছে বেশ কিছু আক্ষেপ। সন্তানের জন্মের পর থেকেই চেহারা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। তার জীবনের চলার পথ একেবারেই মসৃণ ছিল না। এমনকি তিনি নিজেকেও মা হিসেবে ব্যর্থ বলে মনে করেন।