কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ করে দর্শককে। পায়ে পায়ে পার করেছেন ৮৭টা বসন্ত। সিনেমা জগতের অনেক ওঠা পরার সাক্ষী তিনি। এখনও এই বয়সে এসেও চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী। এবার আরও একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে দেখা যাবে প্রবীণ অভিনেত্রীকে। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা।২০-২১ ডিসেম্বরই শুটিং শুরু হয়ে যাবে বলে শোনা গিয়েছে। যদিও ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। ‘বালিঝড়’ ধারাবাহিকে শেষবার সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।
১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁর। কুমিল্লার উচ্চবিত্ত পরিবারে জন্ম। বাবা-মা এবং ১০ বোনের সঙ্গে ভারতে আসেন দেশভাগের পর। কলকাতা দেখার আশা করে সুদূর বাংলাদেশ থেকে বাবার সঙ্গে এই শহরে এসেছিলেন ছোট্ট সাবিত্রী। তবে এই শহরে এসেছে তার জীবন পুরোপুরি বদলে যাবে তা বোধ হয় ঘুনাক্ষরেও বুঝতে পারেননি তিনি।
এরপরেই শুরু অভিনয় জীবন। তারপর কেটে গিয়েছে ষাট বছর। প্রথম ছবি ‘পাশের বাড়ি’। সেই সময় দাঁড়িয়ে পারিশ্রমিক পেয়েছিলেন ২০০ টাকা। সেই থেকে শুরু। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী।
তবে ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না তাঁর। বেশ কয়েক মাস ধরে শরীর ভাল নেই। খুব অসুস্থ তিনি। সর্দি-কাশি-জ্বর-শ্বাসের সমস্যা হচ্ছে। নেবুলাইজারও নিতে হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে।