বর হিসেবে কত নম্বর পেলেন সাগ্নিক? দিদি নম্বর ওয়ানে রহস্য ফাঁস করলেন স্ত্রী

সেলেব জুটিদের আগমনে জমজমাট হয়ে উঠেছিল দিদি নাম্বার ওয়ানের মঞ্চ। সেখানে এসে যেমন নিজেদের মজার মুহূর্ত শেয়ার করলেন তাঁরা ঠিক তেমনি নিজেদের বরের গোপন রহস্যও হল ফাঁস। কার বর বাড়িতে কতটা কাজ করে সেই কথাও জানালেন সেলেব স্ত্রীরা।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন সাগ্নিক চট্টোপাধ্যায় এবং শম্পা বন্দ্যোপাধ্যায়, দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মৌসুমী। জয়জিৎ ও তাঁর স্ত্রী। সেখানেই বরের ভুয়সী প্রশংসা করেন শম্পা।
নিজের বরকে ফুল মার্কস দেন তিনি। একইসঙ্গে বলেন, “সাগ্নিক ভীষন সংসারী। বৌমারা সাধারণত শাশুড়িকে ভয় পায় যে সব গুছিয়ে রাখতে হবে। আমি ওকে ভয় পাই। পিসিমা, মাসিমাদের মতো আলমারি গুছিয়ে রাখে জানো না। একদম টিপটপ করে সব কাজ করবে। একটু এদিক ওদিক হওয়ার জো নেই”।
অপরদিকে, জ্যাক জানান, তাঁর স্ত্রী আলাদা আলাদা সিরিয়ালে অভিনয় করলে নাকি তাঁকে আধ ঘণ্টা অন্তর অন্তর ফোন করেন। একথা শুনে জয়জিৎ মজা করে বলে ওঠেন তাঁর স্ত্রী এটা করলে নাকি তিনি ফোনই ধরবেন না।