প্রথমবার মেগা সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন সাহেব! বিপরীতে কে? কবে থেকে কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

এতদিন তাকে ছোটপর্দায় সঞ্চালনা করতে দেখা গিয়েছে। তবে বড় পর্যায় চুটিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজ করেছেন তিনি। এবার প্রথমবারের জন্য মেগা সিরিয়ালে পা রাখতে চলেছেন সাহেব ভট্টাচার্য। টলি পাড়ায় গুঞ্জন তেমনটাই। শোনা যাচ্ছে তাকে নতুন কোনও মেগা সিরিয়ালে দেখা যেতে পারে।
১৯৯৬ সালে লাঠি সিনেমায় প্রথম অভিনয় করেন সাহেব। এরপর একে একে গোরস্থানে সাবধান’, ‘ইতি মৃণালিনী’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘ডবল ফেলুদা’, ‘উড়ান’ বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। একই সঙ্গে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গেও কাজ করার সৌভাগ্য হয়েছে অভিনেতার। প্রয়াত পরিচালকের টেলিফিল্ম ‘তাহার নামটি রঞ্জনা’তে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও ‘কাকাবাবু ফিরে এলেন’ মিনি টিভি সিরিজে অভিনয় করেছেন সাহেব।
এবার জল্পনা শোনা যাচ্ছে মেগা সিরিয়ালের প্রথমবারের জন্য অভিনয় করতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও কোন রকম ভাবে মুখ খোলেননি অভিনেতা। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দে-কে। এর আগে ‘পঞ্চমী’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।