বিনোদন

দুঃসংবাদ সাহেব চট্টোপাধ্যায়ের পরিবারে! কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা

শহর জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। মৃত্যুর হারও বাড়ছে উত্তরোত্তর। প্রশাসনের তরফে বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে কোথাও কোনোভাবেই যাতে জল জমে না থাকে এবং চারিদিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। প্রচার চালানো হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। এর মধ্যেই দুঃসংবাদ এল সাহেব চট্টোপাধ্যায়ের পরিবারে। মঙ্গলবার রাতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল তার মাছ দুটো বোনের এই খবরের শোকের ছায়া নেমে এসেছে অভিনেতার পরিবারে।

অভিনেতার বোনের রক্তের প্লেটলেট অনেক খানি কমে গিয়েছিল। যার জন্য প্রয়োজন ছিল এ পজেটিভ ব্লাডের। মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বোনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা জানিয়ে রক্তের আবেদন করেছিলেন অভিনেতা। সেই আবেদনের সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না মঙ্গলবার গভীর রাতেই মৃত্যু হয়েছে সাহেব চট্টোপাধ্যায়ের বোনের।

নিজের পোস্টেই মন্তব্যবাক্সে সাহেব লেখেন, “সবাইকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বুধবার ভোরে আমার বোনকে আমরা হারিয়েছি।” মৃত্যুকালে তার বোনের বয়স হয়েছিল ৪০ বছর। তার দু’মাসের একটি ছোট্ট মেয়ে রয়েছে। মাত্র ২ দিনের জ্বরে আক্রান্ত হয়েই মাল্টি অর্গান ফেইলিওর করে মারা গেলেন তিনি।

অভিনেতার ভগ্নিপতি নয়ডায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত। মাসির মেয়ে ও সাহেব একসঙ্গেই বড় হয়ে উঠেছেন। কলকাতায় এসেছিলেন অভিনেতার বোন। কিন্তু শহরে এসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়েন তিনি। মাত্র দু’দিনের জ্বরেই আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতার এই বোনের।

Back to top button