হয়েছে অস্ত্রোপচার, এখনও অপারেশন থিয়েটারেই সইফ! কেমন আছেন নবাব?

Published on:

হাত থেকে করিনার নামের ট্যাটু মুছলেন সইফ! তবে সংসারে কোনও অশান্তির ইঙ্গিত?

মাঝরাতে হঠাৎই হামলা হয় সইফ আলি খানের বাড়িতে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সইফ। তার পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয়েছে তাঁর। কিন্তু এখন কেমন আছেন নবাব?

নায়কের ব্যক্তিগত পোশাকশিল্পী অভিষেক রায় এক সংবাদমাধ্যমকে জানান, শিরদাঁড়ার পাশে যে ক্ষত হয়েছে সেখানকার অস্ত্রোপচার হয়েছে। অনেকটাই বিপদ কেটেছে। কিন্তু এখনও অপারেশন থিয়েটারেই আছেন। আরও কিছু জায়গায় ক্ষত আছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

   
 ⁠

জানা গিয়েছে, বুধবার রাত আড়াইটা নাগাদ সইফ আলী খানের বাড়িতে ঢুকে চোর। তাদের আওয়াজে ঘুম ভেঙে যায় পরিচারকদের। এরপর পরিচারকরা চিৎকার করলে পালানোর চেষ্টা করে চোর। এই আওয়াজ শুনে বেরিয়ে আসেন সইফ।

  
 ⁠

চোরদের বাধা দেওয়ার চেষ্টা করলে ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, তিনবার ছুরির কোপ মারা হয় সইফের পেটে।রক্তাক্ত অবস্থায় পতৌদির নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আপাতত তার অবস্থার স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এত কঠোর নিরাপত্তা সত্ত্বেও কিভাবে চোর বাড়ির ভেতর ঢুকতে পারল তাই নিয়ে প্রশ্ন উঠছে