বাড়ি ভর্তি দামি গাড়ি! তাও অটো করেই হাসপাতালে সইফকে নিয়ে গেল ছেলে,কেন?

Published on:

বাড়ি ভর্তি দামি গাড়ি! তাও অটো করেই হাসপাতালে সইফকে নিয়ে গেল ছেলে,কেন?

মানুষের কখন কিভাবে বিপদ আসে তা বলা যায় না। পরিস্থিতি এমন হয় সব থেকেও তখন মনে হয় কিছু নেই। এবার তেমনই অবস্থা হয়েছিল সইফ আলি খানের। তাঁর কালেকশনে একটার থেকে একটা অনবদ্য গাড়ি থাকলেও হাসপাতাল যাওয়ার জন্য একটাও গাড়ি জোটেনি। শেষ পর্যন্ত অটো করে যেতে হল হাসপাতালে।

মাঝরাতে হঠাৎই হামলা হয় সইফ আলি খানের বাড়িতে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সইফ। তার পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয়েছে তাঁর।

   
 ⁠

সেই মুহূর্তে ছেলে ইব্রাহিম আলি খান নিজেদের গাড়ির খোঁজ করলেও একটাও গাড়ি মেলেনি। ড্রাইভারদের ডেকে হাসপাতাল যেতে অনেক সময় লেগে যেত। সেই কারণে বাড়ি থেকে ২ কিমি দূরের হাসপাতালে সে বাবাকে অটো করেই নিয়ে গেল।

  
 ⁠

নায়কের ব্যক্তিগত পোশাকশিল্পী অভিষেক রায় এক সংবাদমাধ্যমকে জানান, শিরদাঁড়ার পাশে যে ক্ষত হয়েছে সেখানকার অস্ত্রোপচার হয়েছে। অনেকটাই বিপদ কেটেছে। কিন্তু এখনও অপারেশন থিয়েটারেই আছেন। আরও কিছু জায়গায় ক্ষত আছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।