সাইফ আলী খান এবং করিনা কাপুর বলিউডের অন্যতম সফল জুটি। সইফ আলী খানের আগের বিয়ে, দুই সন্তান কিংবা মুসলিম ধর্ম কোনটাই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে। বরং বিয়ের পর দুই সন্তান নিয়ে সুখে দাম্পত্য কাটাচ্ছেন এই জুটি। নবাব পুত্রের হাতে করিনার নামে ট্যাটু করা সে সকলেই জানে। কিন্তু সম্প্রতি ধরা পরল সেই ট্যাটু ত্রিশূলের ছবি দিয়ে ঢাকার চেষ্টা করেছেন সইফ। কিন্তু কেন?
দেখা যায় তার হাতে যেখানে করিনা লেখা ছিল সেই ট্যাটু তিনি ত্রিশুলের ছবি দিয়ে ঢেকেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সইফের নতুন ট্যাটুর ছবি। একজন নেটিজেন লেখেন, ‘বউয়ের নাম হঠাৎ করে মুছে ফেলার কারণটা ঠিক বুঝলাম না’।
এছাড়াও বলিউডের অন্দরের খবর, সিদ্ধার্থ আনন্দের ‘জুয়েল থিভ’ নিয়েও কথাবার্তা চলছে। তাই নেটিজেনদের একাংশের ধারণা চরিত্রের খাতিরেই হয়তো ট্যাটু বদলাতে হয়েছে। যদিও এই নিয়ে অভিনেতা এখনো পর্যন্ত মুখ খোলেননি।
কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় সইফ আলী খানকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে।কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন নবাব। চোট এতটাই গুরুতর যে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর সইফ বলেন, “এই আঘাত পাওয়া বা তার পর অস্ত্রোপচার করানো, এসবই আমরা যে কাজ করি, তার অংশ। অসামান্য চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলাম। এমন অস্ত্রোপচারের জন্য খুবই খুশি এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের তাঁদের ভালবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ”।