বিনোদন

খুঁজে বের করুন আমায়! ছোট বেলার ছবি শেয়ার করে প্রশ্ন ছুঁড়লেন অভিনেতা, দেখুন তো আপনি চেনেন কিনা

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাক না কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

এই ছবিতে দেখা যাচ্ছে ভাই বোনদের সঙ্গে মিষ্টি এক খুদেকে। দেখে কি চিনতে পারছেন ইনি কে? না চেনার উপায় নেই। ইনি হলেন ছোট্ট সৈয়দ আরেফিন। যদিও এখন তিনি ছোট পর্দার প্রথম সারির নায়ক। ছোট বেলা থেকেই এত সুন্দর ছিলেন তিনি সকলেই প্রশংসা করেছে।

খেলাঘর সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। সেখানে শান্টু চরিত্রে তাঁর অভিনয় দর্শকের ভাল লেগেছিল। স্বাধীনতা দিবসের দিন ছোটবেলার পুরনো ছবি আপলোড করে অভিনেতা লিখেছেন, “খুঁজে বার করুন আমায়”।

খুঁজে বের করুন আমায়! ছোট বেলার ছবি শেয়ার করে প্রশ্ন ছুঁড়লেন অভিনেতা, দেখুন তো আপনি চেনেন কিনা
খুঁজে বের করুন আমায়! ছোট বেলার ছবি শেয়ার করে প্রশ্ন ছুঁড়লেন অভিনেতা, দেখুন তো আপনি চেনেন কিনা

মেরুন সোয়েটার, কালো ট্রাউজ়ার্স পড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা খুদেটিই সৈয়দ আরেফিন। ছবিটি দেখেই মনে হচ্ছে অন্তত ৩০ বছরের পুরনো। বর্তমানে তিনি বাংলা সিরিয়ালে জনপ্রিয় নায়ক। মডেলিং দিয়ে এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। নায়ক হিসাবে তাঁকে প্রথম দেখা গিয়েছিল ‘ইরাবতীর চুপকথা’ সিরিয়ালে।

Back to top button