আমির খান বরাবরই দারুন ছবি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অস্কারের পর জাপান অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে শর্টলিস্টেড হয়েছিল আমির খানের প্রযোজিত কিরণ রাওয়ের লাপাতা লেডিস। শ্রেষ্ঠ বিদেশি ছবি ক্যাটাগরিতে প্রথম পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। এবার এই ছবির জনপ্রিয় গান সজনি রে মুক্তি পেল বাংলায়।
হিন্দিতে গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। বাংলায় এই গান গেয়েছেন শুভাশিস চক্রবর্তী। টি সিরিজ থেকে গানটি মুক্তি পেয়েছে। ইতি মধ্যেই এই গান দারুন জনপ্রিয় হয়েছে। দর্শকরা হিন্দি গানের পাশাপাশি বাংলা গানটি কে দারুন পছন্দ করেছেন।
এই গানের গীতিকার সৈকত ঘোষ জানান, “বলিউডে আমার অন্যতম প্রিয় মিউজিক কম্পোজার রাম সম্পথ স্যরের সুরে লিখতে পারাটা আমার কাছে দারুণ আনন্দের। আর হ্যাঁ, আলাদা ভাবে শুভাশিস চক্রবর্তীর কথা বলতেই হয়। কারণ যে গান অরিজিৎ সিংয়ের মতো লেজেন্ডের গলায় অলরেডি হিট তার বাংলা ভার্সান গাইতে ধক লাগে, মারাত্মক কনফিডেন্স লাগে”।
অস্কারের জন্য এই ছবি মনোনীত হওয়ার পর আমির খান বলেছিলেন, “আমরা সবাই এই খবরে খুব খুশি। আমি কিরণ এবং তার পুরো টিমকে নিয়ে খুব গর্বিত। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার কমিটি, যারা অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের চলচ্চিত্রটিকে বেছে নিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই।”
প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ছবিতে।