এই ভয়েই বিয়ে করলেন না সালমান! এবার গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতার বাবা

Published on:

এই ভয়েই বিয়ে করলেন না সালমান! এবার গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতার বাবা

বলিউডের চিরকুমার সালমান খান। তার বিয়ে নিয়ে উৎসাহ সকল মহলেরই। এদিকে একাধিক সম্পর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু কোন সম্পর্কই চিরস্থায়ী হয়নি। এর পেছনে অবশ্য নিজেকেই দায় করেছেন সালমান। যদিও নিজের সম্পর্ক না টেকার জন্য নিজেকেই দায় করেছেন তিনি। কিন্তু তাঁর বিয়ে না হওয়ার কারণ জানিয়েছেন অভিনেতার বাবা সেলিম খান।

অভিনেতার বাবা বলেন, “সলমন খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু বিয়ে করার কোনও উৎসাহ তিনি পান না। ও খুব সরল মনের মানুষ। খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। যদিও তাঁর মনে একটা ভয় কাজ করে, আদপে সেই মেয়ে কি পারবে তাঁর মায়ের মতো পরিবারের খেয়াল রাখতে”।

   
 ⁠

সেলিমের সংযোজন, “ও চায়, মেয়েটি স্বামীর প্রতি নজর দেবে, পরিবারের খেয়াল রাখবে ওর মায়ের মতো। সন্তানদের জন্য রান্না করবে, ওদের তৈরি হতে সাহায্য করবে, ওদের হোমওয়ার্কে সাহায্য করবে, যদিও আজকের দিনে এটা পাওয়া সহজ নয়”।

  
 ⁠

একবার আপ কি আদালত অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেখানেই তাকে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে কোন রাখঢাক না রেখে তিনি সাফ জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে দোষ তার। একাধিক সম্পর্ক ভেঙেছে, কারণ পুরোটাই তাঁর ভুল ছিল।

সালমান বলেন, তার জীবনে যে সকল প্রেমিকা এসেছেন তাঁরা প্রত্যেকেই ভীষণ ভাল, খারাপ কেবল তাঁর মধ্যেই রয়েছে বলে দাবি করেন বসেন সলমন খান। একের পর এক প্রেমিকা যখন ছেড়ে চলে যেতে থাকে তখন তিনি উপলব্ধি করেন হয়তো দোষ তারই ছিল।