মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। নিজের জন্মদিনেও কোনো রকম আরম্বরতা পছন্দ করেন না তিনি। কিন্তু এই অরিজিৎ সিংই একবার বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে।
জানা যায়, একবার সালমান খানের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং।এমন কি তার পরিনামও হয়েছিল খুব খারাপ। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুম হি হো গানের জন্য পুরস্কার নিতে উঠেছিলেন অরিজিৎ সিং। সেই সময় মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান খান। সলমন রসিকতা করে বলেন, “ঘুমিয়ে পড়েছিলে নাকি?” তার জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনিই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”এর পরই সলমনের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান বাদ পড়ে।
এদিকে সালমানের একের পর এক ছবি থেকে তার গান বাদ যাওয়ায় খানিকটা মুষড়ে পড়েছিলেন তিনি। শেষমেশ সমাজমাধ্যমে পোস্ট করে সলমনের কাছে ক্ষমা চান তিনি। অনুরোধ করেন, যাতে তাঁর গান ‘সুলতান’ থেকে বাদ না পড়ে। অরিজিৎ জানান, নিজের ব্যবহারের জন্য তিনি অনুতপ্ত। যদিও এই পোষ্টের পর তীব্র আপত্তি জানিয়েছিল তার অনুরাগীরা। পরে অবশ্য সেই পোস্ট মুছে দিয়েছিলেন অরিজিৎ।
১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের জন্মগ্রহণ করেন এই গায়ক। আজ তার জন্মদিন।২০২৩-এ ৩৬-এ পা রাখলেন গায়ক। বলিউডি ছবির একাধিক হিট গানে অরিজিৎ-এর কণ্ঠের জাদু মুগ্ধ করে শ্রোতাদের। রুপোলি পর্দায় নায়কের লিপে অরিজিৎ-এর কণ্ঠ সিনেমায় নিয়ে আসে নতুন মাত্রা।