বলিউডের চিরকুমার তিনি। তার গ্ল্যামারে পাগল গোটা দুনিয়া। ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেম এলেও এখনো অবিবাহিতই রয়েছেন সালমান খান। কিন্তু এবার প্রকাশ্যেই পেলেন বিয়ের প্রস্তাব। আর তাতেই কার্যত হতবাক ভাইজান।
৫০ পেরিয়েও বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার তিনি। তার ক্যারিশমায় পাগল গোটা দুনিয়া। একবার কিসি কা ভাই কিসি কি জান ছবির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন তিনি। আর সেখানে ভরা বাজারে পেলেন বিয়ের প্রস্তাব। কিন্তু এই বিয়ের প্রস্তাব পাওয়ার পরেই যা ঘটনা ঘটলো তা শুনলে চমকে যাবেন আপনি।
দুবাইতে এই সিনেমার প্রচার চলাকালীন দর্শক আসন থেকে এক তরুণী হঠাৎ করেই চিৎকার করে বলেন, “সালমান আমাকে বিয়ে করুন”। এরপর এই পাল্টা আর এক তরুণী চিৎকার করে ওঠেন। তার বক্তব্য, “না সালমান বিয়ে কোরো না। কারোর বিয়ে করা উচিত নয়”।
এরপর দ্বিতীয় তরুনীর চিৎকার শুনে তাকে সমর্থন করেন অভিনেতা। প্রত্যুত্তরে সালমান খান জানান, “ঠিক ঠিক একদম ঠিক”। দুবাইয়ের এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা।