একটু সাবধানে! ফটোশিকারীদের হুঁশিয়ারি দিয়ে মেজাজ হারালেন সালমান

Avatar

Published on:

একটু সাবধানে! ফটোশিকারীদের হুঁশিয়ারি দিয়ে মেজাজ হারালেন সালমান

বলিউডের চিরকুমার তিনি। তার গ্ল্যামারে পাগল গোটা দুনিয়া। এবার গুরুতর অসুস্থ ভাইজান। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে দেখা যায় বুক চেপে বসে পড়ে তিনি। এই ভিডিও ভাইরাল হতেই উদ্বিগ্ন অনুরাগী মহল। সাবধানে থাকার বার্তা সকলেরই। এবার ফটোশিকারীদের উদ্দ্যেশেই নিজের বুক ব্যথা নিয়ে কথা বললেন।

অভিনেত্রী ও সমাজকর্মী অম্রুতা ফড়নবিশের আমন্ত্রণে মুম্বইয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান। সেখানেই দেখা যায়, বুক ধরে বসে পড়েন অনুষ্ঠানের মাঝখানেই। চেয়ার ছেড়ে উঠতে ব্যর্থ হন।

   
 ⁠

সলমন ‘বিগ বস্’-এর অনুষ্ঠানে প্রবেশ করছিলেন চেনা মেজাজে। সেই সময়ে তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। তখন সলমন সামান্য সুর চড়িয়ে সাবধান করেন ছবিশিকারিরা। ভাইজানকে বলতে শোনা যায়, “একটু সাবধানে। আমার দুটো পাঁজর ভাঙা।”

  
 ⁠

জানা গিয়েছে, কিছুদিন থেকেই শরীর ভালো যাচ্ছিল না ভাইজানের। বুকে ব্যথা পেয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিলই। এরমধ্যেই অনুষ্ঠানে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

পাঁজরের এই ব্যথার জন্যই নাকি তাঁর আগামী ছবি ‘শিকান্দর’-এর শুটিং পিছিয়ে গিয়েছে। সলমনকে এই অবস্থায় দেখে চিন্তিত তাঁর ভক্তরা। একজন লেখেন, “শরীরের থেকে বেশি কিছু হয় না। নিজের খেয়াল রাখুন সলমন স্যর।” ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেম এলেও এখনো অবিবাহিতই রয়েছেন সালমান খান।৫০ পেরিয়েও বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার তিনি। তার ক্যারিশমায় পাগল গোটা দুনিয়া।