আগামী বছরে ব্যাক টু ব্যাক ছবি ভাইজানের! তালিকায় রয়েছে কোন কোন ছবি?

Published on:

আগামী বছরে ব্যাক টু ব্যাক ছবি ভাইজানের! তালিকায় রয়েছে কোন কোন ছবি?

২০২৪ সালে তিন খানের কোনও ছবিই মুক্তি পায়নি৷ তবে আগামী বছর সালমান খানের বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে। যদিও তার আগে বছরের শেষেও কয়েকটা ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বরুণ ধাওয়ানের বেবি জন ছবি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। সেখানে সালমানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।বেবি জন থালাপথি বিজয়ের সুপারহিট ছবি থেরি থেকে অনুপ্রাণিত। অ্যাটলি প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি এবং কীরথি সুরেশ।

   
 ⁠

আবার ফিরছে সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমান খানের জুটি। ২০২৫ এর ঈদে মুক্তি পাবে সিকান্দার ছবিটি। ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনে মুক্তি পাবে ট্রেলর।রশ্মিকা মান্দান্না এবং কাজল আগরওয়ালকে দেখা যাবে এই ছবিতে।

  
 ⁠

সালমান খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র কিক-এর সিক্যুয়েল কিক ২ আসছে। ২০১৪ সালে কিক হিট চলচ্চিত্র ছিল। যা বাণিজ্যিকভাবে বক্স অফিসে দারুন সাফল্য এনে দিয়েছিল। এই ছবিরই দ্বিতীয় পার্ট আসছে এবার।