বলিউডের ভাইজান তিনি। সিনেমা জগতে আসার পর থেকে তাড়াতাড়ি সাফল্যের চূড়ায় উঠতে শুরু করেছেন সালমান খান। কিন্তু সাফল্যের মধ্য গগনে হঠাৎ ছন্দপতন ঘটেছিল তার জীবনে। একের পর এক ছবি ফ্লপ হয়েছিল তাঁর। কিন্তু এই নিয়েই এক অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি।
২০২১ সালে মুক্তি পেয়েছিল সলমন অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিটি। কিন্তু সুপার ফ্লপ হয় সেই সিনেমা। কিসি কা ভাই কিসি কি জান ছবিটিও বক্স অফিসে সে অর্থে লক্ষ্মীলাভ করেনি। এই ছবি দুটি ঠিক কী কারণে ফ্লপ হলো সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা।
তাঁর কথায়, টিকিটের মূল্যর কারণেই এই ছবি ফ্লপ হয়েছিল। সালমান বলেন, ছবি মুক্তির পর টিকিটের সর্বাধিক মূল্য ছিল ২৫০ টাকা। যদিও তাঁর দাবি, তাঁর ছবিগুলি মুখ থুবড়ে পড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আখেরে তাতে কোনও ক্ষতি হয়নি।
তাঁর কথায়, এপ্রিল মাসে মুক্তি না পেয়ে সাম্প্রতিক কালে এই দুটো ছবি মুক্তি পেলে, তবে তা আগের চেয়ে বক্স অফিস থেকে অনেক বেশি ব্যবসা করতে পারত। তিনি বলেন, ‘‘আমরা হয় তো উপার্জন কম করেছি, কিন্তু টিকিটের দাম কম রাখার কারণে দর্শকের টাকা বাঁচিয়েছি। কিছু তো ভাল কাজ করেছি আমরা।’’