মিঠুনের ছেলেকে শুটিং সেট থেকে বের করে দেওয়ার হুমকি সালমানের! কী হয়েছিল সেদিন?

Published on:

মিঠুনের ছেলেকে শুটিং সেট থেকে বের করে দেওয়ার হুমকি সালমানের! কী হয়েছিল সেদিন?

নিজেরা সিনেমা জগতে পা রাখলেও এখনও তাঁরা পরিচিত বাবার পরিচয়েই। মিঠুন চক্রবর্তী, নামটাই যথেষ্ট। তাই বাবার নাম নিলেই ছেলেদের আর আলাদা করে পরিচয় দিতে লাগে না। কিন্তু তাও ছেলে নমশি চক্রবর্তী অভিনয় করে নিজের জায়গা তৈরি করতে চান। ইতিমধ্যেই ছবি করেছেন তিনি।

মিঠুনের ছেলে হলেও সালমান খানের ফ্যান নমশি। তাই একই শুটিং ফ্লোরে উপস্থিত থাকবেন অথচ ভাইজানের সঙ্গে দেখা করবেন না তেমন টা তো আর হয় না। তাই সালমান খানের সঙ্গেই শুটিং সেটে দেখা করতে যান মিঠুন পুত্র। কিন্তু মিঠুনের ছেলে হওয়া সত্ত্বেও নাকি নমশিকে সেট থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।

   
 ⁠

কী ঘটেছিল সেদিন? জানা যায়, সবে মাত্র ‘ব্যাড বয়’ ছবির শ্যুটিং শেষ করেছেন নমশি চক্রবর্তী। আর পাশেই তখন চলছিল সলমনের ‘রাধে’ ছবির শ্যুটিং। তখন সালমানের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করতে যান নমশি। আর তখনই তাঁকে সরিয়ে দেন ভাইজান।

  
 ⁠

যদিও পুরোটাই মজার ছলে। সালমান বলেন, “আমি তোমারই বয়সী, একদম প্রণাম করতে আসবেন না। দ্বিতীয়বার প্রণাম করতে এলেই সেট থেকে বের করে দেব। বিশেষ করে যখন দিশা পাটানি এখানে বসে আছেন। জড়িয়ে ধরো”।