প্রেমিক হওয়ার যোগ্য নন! সালমানের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন এই অভিনেত্রী

Published on:

নগ্নতা, যৌনতা যেন জলভাত! ওটিটি প্ল্যাটফর্মকে তুলোধোনা করলেন ভাইজান

বলিউডের চিরকুমার সালমান খান। তার বিয়ে নিয়ে উৎসাহ সকল মহলেরই। কিন্তু তিনি ঠিক কি কারনে বিয়ে করেন নি এখনও? যদিও জানা যায় একবার নাকি কার্ড ছাপিয়েও ভেস্তে গিয়েছিল বিয়ে।

জানা যায়, সঙ্গীতা বিজলানির সঙ্গে বলি জগতে গুঞ্জন ছিল সালমান খানের প্রেম নিয়ে। সেই সময় সালমান খান ও তার সম্পর্ক ছিল চর্চার শীর্ষবিন্দুতে। জানা যায় তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষ কোনো অজানা কারণে তা ভেঙে যায়।

   
 ⁠

একবার অভিনেত্রী জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে, সালমান খান তাকে প্রতারণা করেছেন। প্রেমিক হওয়ার যোগ্য নন তিনি। তবে সেসব মান-অভিমান দূরে সরিয়ে সালমান খানের সঙ্গে তার সম্পর্ক এখনো নজর কাড়ে দর্শক মহলে।

  
 ⁠

সলমন খানের ঘনিষ্ট বন্ধু সাজিদ নাদিওয়ালা একবার জানিয়েছিলেন, “আমি আমার জীবন সঙ্গী পেয়ে গিয়েছি, ১৮ নভেম্বর বাবার জন্মদিনে বসছি বিয়ের পিঁড়িতে”। কিন্তু কিছুদিন পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন সালমান। জানান, তিনি বিয়ে করছেন না। কারণ তাঁর নাকি মুড নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। ঘটনায় সকলেই অবাক হয়েছিলেন।