মাকে ছাড়াই বাবা হতে চান সালমান! দত্তক নেওয়ার কথা ভাবছেন ভাইজান?

Published on:

নগ্নতা, যৌনতা যেন জলভাত! ওটিটি প্ল্যাটফর্মকে তুলোধোনা করলেন ভাইজান

বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন সালমান খান। তবে বিয়ে তিনি করতে চান না। অর্থাৎ মাকে ছাড়াই বাবা হতে চান তিনি। তবে দত্তক নেওয়ার কথা ভাবলেও এখনো সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারেননি অভিনেতা।

বহু নারীর হার্ট থ্রব সালমান খান। বহু অভিনেত্রী এবং মহিলাদের সঙ্গে প্রেম করলেও আজও সিঙ্গেল তিনি। কোন প্রেমই তার টেকেনি। বলিউডের ভাইজানের অনুগামী ও ভক্তের সংখ্যা অগুনতি। তার ক্যারিশমায় ফিদা সকলেই। তবে সংসার নিয়ে তিনি কি ভাবছেন তা জানতে চাইলেই নায়কের সাফ জবাব, “আমি বাচ্চা ভালোবাসি। কিন্তু বাচ্চার সঙ্গে মা-ও তো আসবে। আমি মা-কে চাই না। শুধু বাচ্চা চাই।”

   
 ⁠

এর পরেই তাকে সন্তান দত্তক নেওয়ার কথা বলা হলে তিনি জানান, “ভেবে দেখতে পারি, সেটা একটা উপায় বটে”। যদিও এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও আজও ‘একা’ সলমন।

  
 ⁠

সালমান তার ভাইপো আরহানের বন্ধুদের বলেন, “তোমাদের বাবা হওয়ার এখনও দেরি আছে। আমারও সময় আছে। খানিক বেশিই সময় আছে”।

সলমনের স্বপ্নের নারী কেমন? ভাইজানের কথায়, ‘আমার স্বপ্নের নারীর মধ্যে সব গুণ থাকতে হবে। সে সুন্দরী হবে আবার বুদ্ধিমতীও। আসলে আমার মনে বিবাহিতা নারীরা মৃতের সমার্থক’। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন সলমন। পরিবারের খুদে সদস্যদের সঙ্গে তাঁর বন্ডিং সবার নজর কাড়ে।’সিঙ্গলহুড’ চুটিয়ে এনজয় করছেন তিনি। বছর খানেক আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “আমার এই সময়টা দুর্দান্ত লাগছে। ১৫ বছর বয়সের পর, এই প্রথম মন হচ্ছে আমি মন খুলে শ্বাস নিচ্ছি। এবার নিজের শ্বাস-প্রশ্বাসে দখল রাখাটা দরকার”।