তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া।
সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেতার। জানা যায় সালমান খানও নাকি তাকে বিয়ে করতে চেয়েছিলেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথা সর্বজনবিদিত। এমনকি অভিনেত্রী নিজেও অকপটে প্রকাশ্যে বারবার সে কথা স্বীকার করেছেন। জয়া ভাদুরীর জন্য তাদের প্রেম ভেঙেছিল সে কথাও সকলেই জানেন। তাদের প্রেমের কাহিনী এবং ব্যক্তিগত জীবন বার বার চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে।
এক রিয়্যালিটি শোতে রেখা বলেন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান। বলেছিলেন, তাঁর জন্য একটু অপেক্ষা করতে। কথা শুনে হেসেছিলেন রেখা। সলমনের মনের সেই আবদারের কথা আজও ভোলেননি তিনি।
দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। কিন্তু বিয়ের এক বছরের মাথায় স্ত্রীর ওড়না পেচিয়েই আত্মহত্যা করেন মুকেশ আগারওয়াল। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে জল ঘোলাও হয় বিস্তর। কিন্তু সব থেকে তাৎপর্যের ব্যাপার স্বামীর মৃত্যুর পরেও একমাথা সিঁদুর পড়ে ঘুরে বেড়ান রেখা। এখনো তাকে যে কোন অনুষ্ঠানে দেখা যায় সিঁদুর পরেই আসতে।