জটিল রোগে আক্রান্ত সামান্থা! চিকিৎসার খরচ কত কোটি জানেন?

দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর শারীরিক অবস্থা ভালো নয়। তাই নিয়ে চিন্তার শেষ নেই অনুগামী মহলের। তার চিকিৎসার জন্য অভিনেত্রীকে বিদেশ পাড়ি দিতে হচ্ছে। এদিকেসদ্যই অভিনয় থেকে বিরতি নিয়েছেন সামান্থা রুথ প্রভু৷
জানা গিয়েছে, এখন পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই নজর দিতে চাইছেন নায়িকা৷ পেশির ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছেন তিনি। কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷ তাই হাতে আপাতত যে সমস্ত কাজ রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করেই চিকিৎসা শুরু করবেন অভিনেত্রী।
চলতি বছর এই নিজের শরীর খারাপের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। রোগের কারণেই হাইপারবেরিক থেরাপি করাচ্ছেন। এই থেরাপি তাকে অসুখের সঙ্গে লড়াই করতে সাহায্য করছে৷ এবার নিজের হাতের কাজ টুকুনি শেষ করেই বিদেশে পাড়ি দেবেন চিকিৎসার জন্য।
এক প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, আমেরিকায় ওই থেরাপি করাচ্ছেন নায়িকা৷ এই চিকিৎসার খরচ পড়ছে নাকি ১ কোটি টাকা। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি নায়িকা৷ তাই বিষয়টির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে।