বিদেশের মাটিতে বাবার মুখ উজ্জ্বল করল সানা! জানেন বিশেষ দিনে গঙ্গোপাধ্যায় বাড়িতে কী কী আয়োজন হল?

বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করল মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করল সানা। এবার সেই ছবি পোস্ট করে সেই ছোট্ট মেয়েকে আদরে ভরিয়ে দিলেন বাবা মা।
স্নাতক হওয়ার পর সানার রোব পরা ছবি আপলোড করে সৌরভ লেখেন, “কনভোকেশন। আরও অনেক দূর যেতে হবে”। ছবি, ভিডিও আপলোড করেছেন ডোনাও। এই ভিডিও দেখে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আগামীর জন্য আশীর্বাদও করেছেন অনেকে।

তবে এই বিশেষ দিনে লন্ডনের বাড়িতে কী আয়োজন হল? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনা গাঙ্গুলী জানান, “আসলে ওইদিন এত অনুষ্ঠান ছিল। ওর ওই সেরিমনিটা হল প্রথমে। কোর্ট পরিয়ে দিল। ওদের সম্বর্ধনা দিল। আবার ইউনিভার্সিটি গেল। সেখানে গিয়ে আবার ফটোশ্যুট। ওদের ওখানে অনেক নিয়মকানুন। যেগুলো ওইদিনই করতে হয়। এই করতে করতেই গোটা দিন কেটে গেল। আমরাও ক্লান্ত হয়ে পড়লাম”।

মেয়ে কী খবর পছন্দ জানতে চাইলে ডোনা বলেন, ‘সবরকম খাবার খায়। বাঙালি যেকোনও খাবারই ওর ভীষণই পছন্দের। এখানে যেহেতু প্রচুর অবাঙালি বন্ধুবান্ধব রয়েছে ওর, তাই সবাই একসঙ্গে ইউনিভার্টির পরে রান্না করে খায়। রাজমা, চাল এগুলোই এখানে বেশি খাওয়া হয় ওর। এখানে থেকে ও অনেক রান্নাও করতে শিখে গিয়েছে।’ অন্যদিকে, লন্ডনের যে বিশ্ববিদ্যালয়ে সানা সুযোগ পাবে সেখানেই এমএসসি করবে ইকোনমিক্স আর ফিন্যান্সে বলে জানান ডোনা।

প্রসঙ্গত, উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিল সানা গাঙ্গুলি। মেয়েকে দুর দেশে রেখে এসে মন খারাপ ছিল মহারাজের। তাই সময় পেলেই মেয়ের সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যেতেন তিনি।
জানা গিয়েছে, ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ষাঁড় বিশ্ব বিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠান। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন সৌরভ-ডোনা। এরপর ২৩-২৪ শে সেপ্টেম্বর আবারও দেশে ফিরবেন তাঁরা।