হারিয়ে গিয়েছে সানা! সৌরভের ঘরে কড়া নাড়ল পুলিশ, তারপর?

Published on:

হারিয়ে গিয়েছে সানা! সৌরভের ঘরে কড়া নাড়ল পুলিশ, তারপর?

বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা। এবার সেখানে নতুন কাজেও যোগ দিয়েছে সে। মেয়েকে দারুন মিস করেন মহারাজ। আর তাই তো কথায় কথায় খালি উঠে আসে মেয়ের প্রসঙ্গ।

একবার দাদাগিরির মঞ্চে এক প্রতিযোগী তাঁর বাবার কথা বলতে থাকেন। তখনই সৌরভ স্মৃতি রোমন্থন করে পুরনো কথা বলেন। এক অদ্ভুত কাণ্ডের অভিজ্ঞতা ভাগ করে নেন দাদাগিরির মঞ্চে।এতদিন পর ভাইরাল হয়েছে সেই ভিডিও।

   
 ⁠

ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন মহারাজ বলেন, একবার টেস্ট ম্যাচ খেলতে লন্ডন গিয়েছিলেন। সঙ্গে ডোনা ও সানা দুজনেই ছিল। সানার বয়স তখন ছয়। লন্ডনের রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎই হারিয়ে যায় সানা। এরপর নিজেই নাকি পুলিশের কাছে গিয়ে বলে, তাঁর মা হারিয়ে গেছে।

  
 ⁠

সৌরভ বলেন, “বিকালে আমি টেস্ট ম্যাচ খেলে এসেছি হোটেল রুমে সাড়ে ছ’টা-সাতটা। হঠাৎ আমার ঘরে টকটক করে টোকা। আমি দেখি পুলিশ, পাশে সানা! ভাবছি, ও আবার কী করল! পুলিশ জানাল, মেয়ে বলছে মা-কে খুঁজে পাচ্ছে না। মা হারিয়ে গেছে”।

সৌরভ আরও বলেন, সানাই নাকি পুলিশকে বলেছে ও কোথায় থাকে, পুলিশ ওকে পৌঁছে দিয়েছে। আর ডোনা তখন গোটা চত্বর মেয়েকে খুঁজে ফেলেছে। অবশেষে সৌরভকে ফোন করে যখন জানিয়েছিলেন সানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন নাকি মহারাজ ডোনাকে আশ্বস্ত করে বলেন, ‘সানা তো আমার পাশে বসে খেলছে’। হাঁফ ছেড়ে বাঁচেন ডোনা।