বিনোদন

সৌরভের পরিবারে খুশির খবর! বিদেশে গিয়েও বাবার মুখ উজ্জ্বল করল সানা, গর্বিত সৌরভ

বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করল মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করল সানা।

 উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিল সানা গাঙ্গুলি। মেয়েকে দুর দেশে রেখে এসে মন খারাপ ছিল মহারাজের। তাই সময় পেলেই মেয়ের সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যেতেন তিনি।

জানা গিয়েছে, আগামী ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ষাঁড় বিশ্ব বিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠান। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত থাকবেন সৌরভ-ডোনা। এরপর ২৩-২৪ শে সেপ্টেম্বর আবারও দেশে ফিরবেন তাঁরা।

তবে জানা গিয়েছে, পরবর্তী উচ্চশিক্ষার বিদেশেই থাকতে চান তিনি। কিন্তু দুর্গাপুজোয় দেশে ফিরবেন, কলকাতায় ঠাকুর দেখবেন।যোগ দেবেন নিজের বাড়ির পুজোতেও।

Back to top button