ভাইরাল

জীবনের প্রথম রোজগারে বাবাকে কী দিতে চাইল সানা? উপহারের দাম শুনে চোখ কপালে উঠল সৌরভের

বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করল মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা। এবার সেখানে নতুন কাজেও যোগ দিয়েছে সে। আর প্রথম মাসের বেতন পেয়েই বাবাকে কী উপহার দিল সে?

উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিল সানা গাঙ্গুলি। মেয়েকে দুর দেশে রেখে এসে মন খারাপ ছিল মহারাজের। তাই সময় পেলেই মেয়ের সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যেতেন তিনি। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন সৌরভ-ডোনা।

সম্প্রতি দাদাগিরির মঞ্চে শ্রীতমা ভট্টাচার্য এসেছিলেন। সেখানেই তিনি সৌরভকে প্রশ্ন করেন, ‘দাদা মেয়ে তো বড় হয়ে গিয়েছে। এখন তো একটা জবও করছে সানা? তা বাবাকে প্রথম কী গিফট দিল’? প্রশ্ন শুনে বেশ গর্বিত দেখায় মহারাজকে।

এরপরেই উত্তরে তিনি বলেন, ‘আসলে এই মাসেই প্রথম মাইনে পেয়েছে ও। আসলে দূরে থাকে তো। আমাকে ফোন করে বলল, তোমায় এই গিফটটা দেব। আমি জিজ্ঞেস করলাম দাম কত? এমন দাম শোনাল, আমি বললাম আমার লাগবে না। তোমার প্রথম রোজগার তুমি জমাও। আসলে ছেট মানুষ তো ভেবেছে বোধহয় বাবাকে উপহার দতে গেলে অনেক দামী কিছু দিতে হয়। নাহলে বাবা খুশি হয় না। আমি বললাম আমাকে সামান্য কিছু দিও, তাতেই আমি খুশি’। জানা গিয়েছে, পরবর্তীতেও উচ্চশিক্ষার জন্য বিদেশেই থাকতে চান তিনি।

Back to top button