কালো স্যুইমস্যুটে পুলে উষ্ণতা ছড়ালেন সন্দীপ্তা! অভিনেত্রীর কিলার লুকে পাগল নেটপাড়া

ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রী সন্দীপ্তা সেন। ২০০৭ সালের দুর্গা ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন। এবার স্যুইমস্যুট পড়ে নজর কাড়লেন অভিনেত্রী।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলে কালো রঙের স্যুইম স্যুট পড়ে উষ্ণতা ছড়াচ্ছেন সন্দীপ্তা। আর এই ভিডিও দেখেই ঘুম উড়েছে তাঁর অনুরাগীদের। সাহসী অবতারে নায়িকাকে দেখে ভিরমি খাওয়ার জোগাড়।
কিছুদিন আগেই তার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল। তখন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “হ্যাঁ আমার একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে। তাকে বিয়ে করলে সকলে খবর পাবে। তবে এই মুহূর্তে বিয়েটা করছি না”। আপাতত মন দিয়ে কাজটাই করতে চান তিনি।
অভিনেত্রী আরো বলেন, “এখনই বিয়ে করছি না। হাতে আপাতত অনেক কাজ। বাগদান বা বিয়ে করলে, ঢাকঢোল পিটিয়েই করব। সবাই সবটা জানতে পারবেন। কিছু লুকবো না।”
ছোট পর্দা ছেড়ে এখন সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মে রাজ করে বেড়াচ্ছেন অভিনেত্রী। তার নতুন নতুন চরিত্রের অভিনয় কার্যত তাক লাগাচ্ছে দর্শকদের। তাঁর অভিনীত নষ্টনীড় যথেষ্ট প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে বোধন ২ এর শুটিং শেষ করলেন তিনি।