থাইল্যান্ড থেকে ঘুরে এসেই দিলেন সুখবর! বিয়ের পিঁড়িতে কবে বসছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা?

ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রী সন্দীপ্তা সেন। ২০০৭ সালের দুর্গা ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন। এবার জল্পনা উঠেছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। অবশ্য জল্পনার নিরসন করেছেন অভিনেত্রী নিজেই। নিজের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি।
কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “হ্যাঁ আমার একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে। তাকে বিয়ে করলে সকলে খবর পাবে। তবে এই মুহূর্তে বিয়েটা করছি না”। আপাতত মন দিয়ে কাজটাই করতে চান তিনি।
আরও পড়ুন: সশরীরে না থেকেও অভিষেক আছে! এই বিশ্বাসেই এবার সিঁদুর খেলবেন সংযুক্তা
অভিনেত্রী আরো বলেন, “এখনই বিয়ে করছি না। হাতে আপাতত অনেক কাজ। বাগদান বা বিয়ে করলে, ঢাকঢোল পিটিয়েই করব। সবাই সবটা জানতে পারবেন। কিছু লুকবো না।”
আরও পড়ুন: সদ্য প্রেমে বিরহ থেকে ছোটপর্দার মহাদেব! চেনা যাচ্ছে এই অভিনেতাকে?
এবার নিজের মুখেই বিয়ের কথা জানালেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আগামী ২ ডিসেম্বর আংটি বদল হবে। তারপর ৭ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে। কেনাকাটা এখনও সেভাবে কিছুই করে ওঠা হয়নি। বন্ধুরা সবাই বলছে যে এক বছর ধরে সবাই বিয়ের শপিং করে। আমার তো মনে হচ্ছে, এখনও দুমাস সময় আছে। ঠিক হয়ে যাবে। তবে আংটি বদলের দিন লেহেঙ্গা পরার ইচ্ছে রয়েছে। আর বিয়েতে অবশ্যই বেনারসী পরব।”
বিয়ের মেনুও খানিকটা ঠিক হয়ে গেছে বলেই জানিয়েছেন তিনি। বলেন, “মেনু এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। তবে যেহেতু শীতকালে বিয়ে তাই কয়েকটা জিনিস থাকবেই। যেমন, কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, আলুর দম। চিংড়ির মালাইকারী, পোলাও, মটন। বাকি আরও কিছু যোগ হবে”।
সন্দীপ্তা-সৌম্য দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসেন। তাই ঘুরতে যাওয়ার প্ল্যানও সেরে ফেলেছেন তাঁরা। সন্দীপ্তা বলেন, “হ্যাঁ, আমরা ঘুরতে খুব ভালোবাসি। তবে এখনই ঘুরতে যাব না। কারন কাজ থেকে পরপর এত ছুটি পাওয়া যাবে না। তাই দু-তিন মাস পর আমরা কোথাও একটা ঘুরতে যাব। সেটা এখনও ঠিক করিনি”।