দর্শনার ইশারায় ঘায়েল বনসালি! এবার কি বলিউডে বড় ব্রেক পাচ্ছেন অভিনেত্রী?

Published on:

দর্শনার ইশারায় ঘায়েল বনসালি! এবার কি বলিউডে বড় ব্রেক পাচ্ছেন অভিনেত্রী?

নতুন দম্পতি আর কাজ, এই দুই নিয়েই আপাতত ব্যস্ত দর্শনা বণিক। আবার বলিউডের ওয়েব সিরিজেও দেখা মিলছে বঙ্গ তনয়ার। এদিকে প্রায়ই রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় তিনি। এবার এই রিলসই সুখবর নিয়ে এল তাঁর জীবনে।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


অন্যান্য বারের মত এবারেও রিলস বানিয়েছেন তিনি। এই গানটি ছিল হীরামান্ডির ‘নজরিয়া কি মারি’। লাল ভেলভেটের লেহেঙ্গা পড়ে রীতিমত ঝড় তুললেন অভিনেত্রী। আর তাঁর এই রিলস পৌঁছে গেছে হীরামান্ডির পরিচালক স্বয়ং সঞ্জয় লীলা বানসালির কাছে।

   
 ⁠

দর্শনার সেই রিলস বনশালি প্রোডাকশন-সহ নেটফ্লিক্স ইন্ডিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। এখানেই শেষ নয়, বনশালির ওয়াহিদা অর্থাৎ সঞ্জীদা শেখও প্রশংসা করেছেন দর্শনার। আর এতেই মুগ্ধ অভিনেত্রী। এক কথায় আপ্লুত যাকে বলে।

  
 ⁠

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার একটা ফটোশ্যুট ছিল, সেটটা এত সুন্দর ছিল যে আমার এই গানে রিল বানানোর ইচ্ছে হল। এমনি আমি সারাদিন নাচি, অনেকেই বলে কী দরকার! তবে আমার ভালো লাগে। এটা আমি পোস্ট করার পর সবাই প্রশংসা করেছে, বনশালি প্রোডাকশন, নেটফ্লিক্স, এমনকী সঞ্জীদা শেখ নিজেও আমার রিলটা ইনস্টাগ্রামে শেয়ার করেছে। মজার ব্যাপার হল, আমি কিন্তু এঁনাদের কাউকে ট্যাগ করিনি। খুব ভালো লাগছে”।