বিনোদন

সশরীরে না থেকেও অভিষেক আছে! এই বিশ্বাসেই এবার সিঁদুর খেলবেন সংযুক্তা

দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গেছে অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর। একদিন সকালে আচমকাই মৃত্যু সংবাদ আসে অভিনেতার। শোকের ছায়া নেমে আসে টলি জগৎ সহ তাঁর পরিবারে। এবার তার মৃত্যুর পর প্রথম দুর্গাপুজো হতে চলেছে বাড়িতে। গোটা পুজোর দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী সংযুক্তা। এবার পুজোর পর বিজয়া দশমীতে তার বরের ভালোবাসাকে সাক্ষী রেখে তিনি সিঁদুর খেলবেন বলেও জানিয়েছেন সংযুক্তা দেবী।

স্বামী মারা যাওয়ার পর বিধবা মহিলাদের সিঁদুর খেলা তথাকথিত সমাজে নিষিদ্ধ। বৈধব্যের পর সব রঙ মুছে জীবন কার্যত ফ্যাকাশে হয়ে যায়। এমনটাই নিয়ম তৈরি করেছে সমাজ। কিন্তু সমাজের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এবারে সিঁদুর খেলায় মেতে উঠবেন অভিষেক পত্নী সংযুক্তা।

আরও পড়ুন: আর কত কাঁদাবে আমাকে! হঠাৎ জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন

তিনি জানান, স্বামীর মৃত্যুর পর যখন তিনি ভেঙে পড়েছিলেন তখন ‘দ্য লজ অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড’ বইটি তাঁকে অনেকটাই সাহায্য করেছিল। এরপরেই তিনি মানসিক ভাবেও অনেক শক্ত হয়েছেন বলে জানান। একইসঙ্গে বলেন, “আমি সারাজীবন ওর স্ত্রী হয়ে থাকব। ওকে মন থেকে ভালোবাসি। সারা জীবন ওর পরিচয়ে বাঁচব। ওর দেওয়া নোয়াটা আমি এখনও পরে থাকে। সমাজের কোনও রীতি এর বিরুদ্ধে আমাকে নিয়ে যেতে পারবে না”।

সংযুক্তা দেবীর কথায়, “ও সশরীরে না থাকলেও আমি আজও ওর স্ত্রী। বিয়ের দিন ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেই কারণে ওর জন্য সিঁদুর পরতেই পারি। আমি যদি ওকে ভুলে অন্য কাউকে বিয়ে করতাম সেক্ষেত্রে ওর আমার বিচ্ছেদ হত। কিন্তু, সেই সম্ভাবনা নেই”।

আরও পড়ুন: সদ্য প্রেমে বিরহ থেকে ছোটপর্দার মহাদেব! চেনা যাচ্ছে এই অভিনেতাকে?

প্রসঙ্গত, সংযুক্তা দেবী জানিয়েছিলেন, স্বপ্নে আদেশ দিয়ে তাঁকে দিয়েই পুজোর যাবতীয় জোগাড় করাচ্ছেন অভিনেতা। গত বছর পুজো বন্ধ ছিল অভিষেকের বাড়িতে। মেয়ে ডলকে নিয়ে কলকাতার বাইরে চলে গিয়েছিলেন তিনি। তবে এবার একার কাঁধেই সবটা দায়িত্ব তুলে নিয়েছেন অভিষেক-পত্নী। এবার বেশ বড় করেই পুজো হচ্ছে চট্টোপাধ্যায় বাড়িতে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করে দিয়েছেন তিনি।

Back to top button