এখন বলিউডের হট সেনসেশন এই একরত্তি! ছবি দেখে চেনা যাচ্ছে কি?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।
এই ছবিতে দেখা যাচ্ছে এক ছোট্ট মেয়ে উপুড় হয়ে মেঝেতে বসে রয়েছেন। আর পোজ দিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে।গার্ল টু দ্য নেক্সট ডোর’-এর ইমেজ ঝেড়ে তিনি এখন ‘হট সেনসেশন’। তার একের পর এক ছবি এখন বক্স অফিস হিট। কোনও ভাবেই কি চেনা যাচ্ছে এই ছোট্ট মেয়েটিকে?
ইনি হলেন সারা আলী খান। সাদা রঙের ফ্রক পরে চুল বেধে মেঝেতে বসে ক্যামেরায় দিকে তাকিয়ে পোজ দিয়েছেন সারা৷ ছবি পোস্ট করতে না করতেই চরম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ক্যাপশনে তিনি লিখেছেন, “শৈশব থেকে আর্মস্ট্রং, না হলে আমি কিং কং-এর মতো দেখতে”।
এই ছবি পোস্ট হতেই লাভ ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সকলেই ভালোবাসা জানিয়েছেন। আগামীতে অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো…ইন দিনো’, হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’, এবং কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি।