আদৌ কি বলিউডে পা রাখছেন সারা? খবরের সত্যতা নিয়ে এবার মুখ খুললেন যীশু-কন্যা

Published on:

আদৌ কি বলিউডে পা রাখছেন সারা? খবরের সত্যতা নিয়ে এবার মুখ খুললেন যীশু-কন্যা

যীশু নীলাঞ্জনা কুড়ি বছরের মেয়ে সারা সেনগুপ্ত বয়সের তুলনায় পরিস্থিতির শিকার হয়ে যান একটু বেশি ম্যাচিওর হয়ে গিয়েছে। যেকোনো কঠিন পরিস্থিতি যে মায়ের পাশে দাঁড়িয়েছে শক্ত ঢাল হয়ে। শোনা গিয়েছিল সারার অভিষেক হতে চলেছে বলিউডে। কিন্তু এই খবর কতটা সত্যি? এবার সেই কথাই প্রকাশ্যে আনলেন সারা নিজেই।

ছোটবেলায় বেশ কিছু ছবিতে অভিনয় করলেও এখন তাকে আর তেমন অভিনয় করতে দেখা যায় না। তবে চুটিয়ে মডেলিং করছে সে। শোনা গিয়েছিল আর সেই সুবাদেই নাকি বলিউড সুপারস্টারের হাত ধরে মুম্বাইয়ে পা রাখছে সারা।

   
 ⁠

নিজের ইন্সটাগ্রামে সারা লেখেন, “কিছু খবর চোখে পড়েছে সম্প্রতি। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনও দিন এটাই সত্যি হবে”।

  
 ⁠

ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে মায়ের পাশে থাকার বার্তাই দিয়েছেন সারা সেনগুপ্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইঙ্গিত পূর্ণ বার্তা দেন নীলাঞ্জনা। সেখানে অনেকভাবে তার মেয়েও তাকে সাপোর্ট করে সারা বারবার পোস্ট দিয়ে বুঝিয়ে দেয় যে, যেকোনও পরিস্থিতিতেই সে মায়ের পাশে রয়েছে।