আবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! কবে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি?

Published on:

আবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! কবে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি?

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি। জামাইষষ্ঠীর আগেই এই ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

আবারও বড় পর্দায় ফুটে উঠবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সেই অনবদ্য পাগল করা প্রেমের কাহিনী। ২৫ বছর পর আরও একবার দর্শকদের নস্টালজিয়াকে উসকে দিয়ে মুক্তি পেতে চলেছে এই রোমান্টিক ছবি।

   
 ⁠

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ কেবল একটা ছবিই ছিল না, বরং বাংলা বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় ছিল।এই মুহূর্তটা সত্যি আবেগের এবং রোমাঞ্চকর। এটা ঋতুপর্ণা এবং আমার জন্য একটা না ভোলার মতো জার্নি ছিল”।

  
 ⁠

অপরদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “এই ছবিটা আমার জীবন বদলে দিয়েছে। এই ছবি যে ভালোবাসা পেয়েছিল এবং দর্শকদের সঙ্গে যে সংযোগ তৈরি করেছিল তা সত্যিই বিশেষ ছিল”।