সিনেমা

প্রকাশ্যে ‘যমালয়ে জীবন্ত ভানু’র লুক! কিংবদন্তি অভিনেতার মলাটরোলে শাশ্বত চট্টোপাধ্যায়

ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি শিল্পী। ২৬ আগস্ট আজ তার জন্মদিন। আর এই দিনেই প্রকাশ্যে এলো ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমার প্রথম লুক। এখানে ভালো বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

সায়ন্তন ঘোষালের পরিচালনায়, কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়ের চিত্রনাট্য ও সংলাপে তৈরি হচ্ছে এই সিনেমা। মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু। এদিন তাঁর ১০১তম জন্ম বার্ষিকীতে এই নতুন ছবির ঘোষণা সামনে এল।

‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘পার্সোনাল এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘ভানু পেল লটারি’, ‘অদৃশ‌্য মানুষ’, ‘হসপিটাল’ একের পর এক চিরস্মরণীয় ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। ‘মাসিমা মালপা খামু’ তার মুখের এই ডায়লগ যেন আজও বাঙালির মনে একই ভাবে উজ্জ্বল। এই কিংবদন্তি অভিনেতার জীবন নিয়ে এবার তৈরি হতে চলেছে নতুন ছবি।

তাঁর সমসাময়িক কালের কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে দর্শকের হৃদয়ে। একইসঙ্গে অভিনেতার চিরস্মরণীয় ছবির দৃশ‌্যগুলো তো থাকবে সেই ছবিতে। এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, “অপুদা নিজেও ভানু বন্দ্যোপাধ‌্যায়ের ফ‌্যান। আমি এখনও ওঁর ছবি দেখি। আমরা অনেক রিসার্চ করছি, ওঁর ফিল্মগুলো রি-ভিজিট করছি। এমনভাবে এই ছবিটা তৈরি করতে চাই যেন, আমাদের বাবা-মায়েদের পাশাপাশি এখনকার প্রজন্মও উপভোগ করে”।

পরিচালক আরো বলেন, “প্রচুর বাঙালির মতো আমিও ভানু বন্দ্যোপাধ‌্যায়ের ফ‌্যান। সেই বাঙালি আবেগকে ছুঁয়ে ছবিটা করতে চাই। ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিটাকে তো ছুঁয়ে যাবই, সেই সঙ্গে নানা গল্পের রেফারেন্স নিয়ে এখনকার দিনের একটা ছবি করতে চলেছি। ওঁর প্রতি এটা আমাদের শ্রদ্ধার্ঘ‌্য। সেই জন‌্যই ১০১তম জন্মদিন উপলক্ষে আমাদের এই ঘোষণা এবং এই ছবিটার সঙ্গে ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর একটা যোগ অবশ‌্যই থাকবে”।

Back to top button