তাঁর ছেড়ে দেওয়া চরিত্র করে বলিউডে দারুন প্রশংসিত টোটা! বড় আফসোস বাংলার এই দাপুটে অভিনেতার

শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে। কিন্তু এই সিনেমার জন্যই পরিচালকের একেবারেই প্রথম পছন্দ ছিলেন না তিনি। বরং আরো এক নামী অভিনেতাকে প্রথমে পছন্দ করেছিলেন পরিচালক করণ জোহার। কিন্তু সেই অভিনেতা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পরবর্তীতে টোটা রায়চৌধুরীকে নেওয়া হয় তার জায়গায়।
জানা যায়, রকি অর রানী কি প্রেম কাহানি সিনেমায় আলিয়া ভাট এর বাবা চন্দন চ্যাটার্জি চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে। কিন্তু অভিনেতা সেই প্রস্তাব নাকচ করে দেন। যার অন্যতম কারণ ছিল এই নাচ। তিনি নাচ একেবারেই পারদর্শী নন সেই কারণে এই প্রস্তাব নাকচ করে দেন বলে জানান। এরপরেই সেই প্রস্তাব দেওয়া হয় টোটা রায়চৌধুরীকে। এবং তার ফলাফল তো দেখাই গিয়েছে সিনেমার পর্দায়।
এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে কতটা আফসোস করছেন অভিনেতা তা জানিয়েছেন নিজেই। শাশ্বত চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “অবশ্যই আফসোস হয়। এটা আমার দুর্ভাগ্য যে, করণ জোহরের ছবিকে আমার না বলতে হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস।” তাঁর আরও সংযোজন, “আমার মনে হয়, নির্মাতাদের তড়িঘড়ি হ্যা বলে পরে ব্যর্থ হওয়ার চেয়ে আমি কোন কাজটা পারব না, তা বলে দেওয়া ভাল”।
সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’র ছবি। তবে ট্রেলার মুক্তি পেতেই বিশেষ কিছু দৃশ্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। কিছু দৃশ্য দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন দর্শকরা। রে রে করে তেড়ে এসেছেন বাঙালি নেটিজেনদের একাংশ। কিন্তু সেই বিতর্ক মিটে গিয়ে এখন দারুন ব্যবসা করেছে এই ছবি।