জিৎ নয় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন এই নায়ক! ২১ বছর পূর্তিতে জানুন ‘সাথী’র অজানা ইতিহাস

জিতের প্রথম বাংলা সিনেমা সাথী। এই সিনেমা করার পর অভিনেতাকে আর পেছন ফিরে দেখতে হয়নি। এই সাথী সিনেমারই আজ ২১ বছর পূর্তি। তাই আজকের দিনে আবেগপ্রবণ হয়ে টুইট করলেন অভিনেতা।
ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়েছিল প্রেমের গল্প নিয়ে সিনেমা সাথী। প্রথমদিকে অবশ্য পরিচালক চেয়েছিলেন প্রসেনজিৎ কে দিয়ে এই সিনেমা করাতে। কিন্তু চিত্রনাট্য শুনে প্রসেনজিৎ পরামর্শ দিয়েছিলেন নতুন কোন নায়ক কে দিয়ে এই সিনেমা করাতে। সেই মতোই নবাগত জিৎকে বেছে নেন পরিচালক।
সিনেমায় জিৎ এর বিপরীতে দেখা যায় নবাগতা নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীকে। এরপর একটানা ২৫ সপ্তাহ ‘হাউসফুল’ ছিল এই ছবি। বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে ‘সাথী’। স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে টুইটার হ্যান্ডেলে এদিন একটি পোস্ট শেয়ার করলেন জিৎ।
টুইটারে এদিন জিৎ লিখেছেন, “২১ বছর আপনাদের সঙ্গে কেটে গেল, কিন্তু এখনও মনে হচ্ছে, সদ্যই কেরিয়ার শুরু করেছি। আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এখন আমার লক্ষ্যে অগণিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রয়েছে। যারা আমার এই জার্নিতে সঙ্গে ছিলেন, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই”।