অমিতাভের কারণেই তাঁর জীবনে এত বড় ক্ষতি! বন্ধুর বিরুদ্ধে বিস্ফোরক

Avatar

Published on:

অমিতাভের কারণেই তাঁর জীবনে এত বড় ক্ষতি! বন্ধুর বিরুদ্ধে বিস্ফোরক শত্রুঘ্ন সিনহা

অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহার মধ্যে এমনি সম্পর্ক খুবই ভাল ছিল। কিন্তু পেশাগত কারণে দুজনের বন্ধুত্বে আজ চিড় ধরেছে। শুরু হয়েছে ঠান্ডা লড়াই। সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। কিন্তু কেন এমনটা হয়েছিল? এই নিয়ে মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহা।

বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন বিহারী বাবু। তিনি বলেন, “অমিতাভ চাননি আমি ‘কালা পাত্থর’ ও ‘দোস্তানা’ ছবি দুটোতে কাজ করি। ওঁর ইচ্ছের বিরুদ্ধেই আমাকে ‘কালা পাত্থর’ ছবিতে নেওয়া হয়। খুব দুর্ভাগ্যজনক যে, একজন ভাল বন্ধু এমন করতে পারেন”।

   
 ⁠

তিনি আরো বলেন, “আমার মনে হয়, সেই সময় ‘কালা পাত্থর’ আমাদের বন্ধুত্বের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। তার পর থেকে অমিতাভ সিদ্ধান্ত নেন, আমার সঙ্গে আর ছবি করবেন না। প্রযোজকেরা ভেবেছিলেন, অমিতাভ-শত্রুঘ্ন মারকাটারি জুটি তৈরি করেছে। কিন্তু পরবর্তী কালে যে সব ছবির চুক্তি হয়েছিল, সেই পারিশ্রমিক ফেরত দিতে বলা হয় আমাকে।”

  
 ⁠

অমিতাভ বয়সের দিক থেকে শত্রুঘ্ন সিনহার থেকে বড় হলেও ফিল্মি কেরিয়ারে শত্রুঘ্ন সিনহার পরে এসেছিলেন তিনি। এখানেও কোথাও একটা ইগোর লড়াই কাজ করেছে। শত্রুঘ্ন সিনহা জানান, তাঁর যখন বলিউডে প্রায় নিজের আধিপত্য বিস্তার হয়ে গিয়েছে তখন অমিতাভ ইন্ডাস্ট্রিতে আসেন। এরপরেই প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে।