সংসারে ব্যয় নিয়ন্ত্রণ করে কীভাবে বাড়াবেন সঞ্চয়? মহিলাদের জন্য রইল সহজ কিছু টিপস

Avatar

Published on:

সংসারে ব্যয় নিয়ন্ত্রণ করে কীভাবে বাড়াবেন সঞ্চয়? মহিলাদের জন্য রইল সহজ কিছু টিপস

সংসার খরচ বাঁচিয়ে মহিলাদের অল্প অল্প করে জমানো টাকা কিন্তু বিপদে রক্ষা করে। এই সঞ্চয় হয়ে ওঠে এক সময়ের রক্ষাকর্তা। প্রতি মাসে সঞ্চয়ের পরিমাণ সমান হয় না। কোনও মাসের সংসার খরচ বেশি হলে সঞ্চয় হয় কম। আবার কোনও মাসে একটু টেনে সংসার চালালে সেক্ষেত্রে একটু বেশি সঞ্চয় করা যায়। কিন্তু সংসারে বেশি খরচ হলেও সেখান থেকে কিভাবে সঞ্চয়ের পরিমাণ বজায় রাখবেন তার জন্য রইল কিছু টিপস।

বেশির ভাগ পরিবারেই সংসার সামলানোর হাল যে হেতু মহিলাদের কাঁধে থাকে, তাই মাসের শেষে হাতে টান পড়লে ঘুরেফিরে মহিলাদের কাছেই এসে ঠেকেন কর্তারা। তখন বাড়ির এই অর্থমন্ত্রীরাই কোষাগার থেকে টাকা বের করে দেন। তাই সঞ্চয়ের বিষয়ে যদি বিশেষ কিছু টিপস জানা থাকে তাহলে আরও সুবিধে হবে সংসার চালাতে।

   
 ⁠

কোন খাতে কত খরচ হবে, তা হিসাব করে আলাদা করে রাখুন। এক জায়গা রেখে দিলে খরচের সময়ে খেয়াল না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে খরচ বেশি হয়ে যেতে পারে। তাই প্রতিটি খাতের জন্য আলাদা করে টাকা সরিয়ে রাখুন।

  
 ⁠

প্রতি মাসের খরচের হিসাবে সামান্য টাকা বাড়িয়ে ধরুন, নির্দিষ্ট টাকার মধ্যে খরচ সীমাবদ্ধ করে বাকিটা সাশ্রয় করুন। একটি খাতায় লিখে রাখুন কোন খাতে কত টাকা খরচ হল? এবার মাস শেষে হিসেব করুন। টাকা উদবৃত্ত হলে সঞ্চয় করুন।

বাড়িতে বা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমানের চেয়ে কোনও প্রকল্পে লগ্নি করা ভাল। একইসঙ্গে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে টাকা জমাতে শুরু করুন। এতে পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে বুড়ো বয়সে বিশ্ব ভ্রমণ, সন্তানের ভবিষ্যত সবটাই সুরক্ষিত হবে।