ভালো পাত্র পেলেই….মায়ের নম্বর দেবেন! নিজের বিয়ে নিয়ে কী বললেন সায়ন্তিকা?

টলি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা বেশির ভাগই রাজনীতিতে প্রবেশ করেছেন। কিন্তু অনেকেই রাজনীতি করার পাশাপাশি যেমন অভিনয় করছেন তেমন অনেকেই আবার নিজেকে অভিনয় থেকে খানিকটা সরিয়ে নিয়ে মন দিয়ে রাজনীতিটাই করছেন। তেমনই সায়ন্তিকা ব্যানার্জি। আপাতত অভিনয় করতে দেখা যাচ্ছে না তাঁকে।
রাজ চক্রবর্তী, দেব, সায়নী ঘোষ এরাও সক্রিয় ভাবে রাজনীতি করলেও নিজেদের পেশা থেকে কিন্তু সরে আসেননি। কিন্তু সায়ন্তিকা ব্যানার্জিকে কেন আর পর্দায় দেখা যাচ্ছে না জানতে চাইলে অবশ্য তিনি জানান ভালো চরিত্র পেলে নিশ্চই অভিনয় করবেন। জানা গিয়েছে, বাংলাদেশে দুটির ছবিতে হ্যা করেছেন তিনি।
কাজ, রাজনীতি সবই তো ঠিক আছে তবে ব্যক্তিগত জীবনে কবে সেটেল হবেন সায়ন্তিকা? বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভালো পাত্রের প্রয়োজন আগে। সেই খোঁজ পেলেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে তার আগে নিজের মায়ের নম্বর দেবেন তিনি ছেলেদের। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন।
বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা যেমন ওপার বাংলায় কাজ করছেন তেমন ওপর বাংলার শিল্পীরাও এদেশে এসে জমিয়ে কাজ করছেন। ছবি থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা। কয়েক মাস আগে কলকাতায় এসেছিলেন আফরান নিশো। এবার সায়ন্তিকাকেও দেখা যাবে ওপার বাংলার ছবি করতে।