কাটল ৮০টা বসন্ত! জন্মদিনে রইল সায়রা বানুর জীবনের অজানা কাহিনী

Published on:

প্রিয় ইউসুফ জান, যতদিন সময় থাকবে একসঙ্গে থাকব! জন্মদিনে ফিরে দেখা ট্র্যাজেডি কিং কে

পায়ে পায়ে কাটল ৮০ টা বছর। ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানুর আজ জন্মদিন। ভারত-পাকিস্তান বিভাজনের সময় সায়রার বয়স যখন তিন বছর, তার বাবা তাকে ছেড়ে পাকিস্তানে চলে যান। এরপর যখন একটু বুঝতে শেখেন তিনি তখন থেকেই সায়রা বানু শুধু দুটি জিনিসের স্বপ্ন দেখতেন। আর ভবিষ্যতে সেই দুটি স্বপ্নই পূরণ করেছেন।

সায়রার মা নাসিম বানুও ছিলেন চল্লিশের দশকের একজন বিখ্যাত অভিনেত্রী। যাকে হিন্দি সিনেমার প্রথম মহিলা সুপারস্টার বলা হত। তার মায়ের মতো বিউটি কুইন বা সুপারস্টার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। আর দ্বিতীয়টি ছিল দিলীপ কুমারকে বিয়ে করা। যিনি তার চেয়ে ২২ বছরের বড় ছিলেন। ভাগ্যক্রমে, সায়রার দুটি স্বপ্নই পূরণ হয়েছিল।

   
 ⁠

মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। ১৯৬৬ সালের ১১ অক্টোবর দিলীপ কুমারকে বিয়ে করেন সায়রা। বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। কিন্তু এর ঠিক ১৫ বছর পর ফের বিয়ে করেন দিলীপ কুমার। কিন্তু আশ্চর্যের বিষয় সায়রা বানো এতে আপত্তি জানায়নি। বরং মেনে নিয়েছিলেন এই সম্পর্ক।

  
 ⁠

তবে দ্বিতীয় বিয়ের দুই বছর পর, দিলীপ কুমার তার ভুল বুঝতে পারেন। দ্বিতীয় স্ত্রী আসমা রেহমানকে ডিভোর্স দিয়ে আবার সায়রার সঙ্গে থাকতে শুরু করেন। এমনকি তার পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সায়রা বানু ও দিলীপ কুমারের প্রেম কাহিনী এখনও ঘুরে বেড়ায় অনুরাগীদের মুখে মুখে।