কেন নিঃসন্তান সায়রা-দিলীপ? কারণ জানলে চোখে জল আসবে

Avatar

Published on:

কেন নিঃসন্তান সায়রা-দিলীপ? কারণ জানলে চোখে জল আসবে

সায়রা বানু ও ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের সম্পর্ক আজও চর্চায়। তাঁদের জুটি উদাহরণ হিসেবে চর্চিত হয় মুখে মুখে। কিন্তু সন্তান সুখ জোটেনি এই জুটির কপালে। যদিও এর পেছনে রয়েছে এক হৃদয় বিদারক কাহিনী।

মাত্র ১২ বছর বয়সেই দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন সায়রা বানো। তখনই ঠিক করেছিলেন তিনি বড় হয়ে দিলীপ কুমারকেই বিয়ে করবেন। এই প্রতিটা মুহূর্ত ভাগ করে মনজয় করে নিয়েছেন সকলের অভিনেত্রী। জানা যায়,দিলীপ কুমার যখন শ্যুটিংয়ে যেতেন, তখন হোটেলে না থেকে গেস্ট হাউজে থাকতেন। এমনকি সেটে ক্রু মেম্বারদের সঙ্গে একই প্লেট থেকে খাবারও খেতেন তিনি।

   
 ⁠

দিলীপ কুমার তার আত্মজীবনী দিলীপ কুমার-দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডোতে বলেছেন, সায়রা ১৯৭৬ সালে সন্তানসম্ভবা হয়ে পড়েন, কিন্তু আট মাসের মাসে রক্তচাপ বেড়ে যাওয়ায় তার সন্তানকে বাঁচানো যায়নি। এই সন্তানকে হারানোর পর তিনি এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে তিনি আর কখনো সন্তান নেবেন না বলে সিদ্ধান্ত নেন। তারা উভয়েই ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেন বিষয়টিকে।

  
 ⁠

শুধু স্বামী নয় বরং দিলীপ কুমার ছিলেন সায়রা বানোর কাছে পথপ্রদর্শক। তিনি নিজেকে শুধুমাত্র তাঁর মাধ্যমেই সম্পূর্ণ বলে মনে করেছিলেন। তাঁর ভালোবাসা এতটাই গভীর যে অভিনেতার মৃত্যুর পরেও তিনি স্বামীর উপস্থিতি অনুভব করেন।