হাঁটাচলা বন্ধ, গুরুতর অসুস্থ সায়রা বানু! হঠাৎ কী হল দিলীপ-পত্নীর

Published on:

প্রিয় ইউসুফ জান, যতদিন সময় থাকবে একসঙ্গে থাকব! জন্মদিনে ফিরে দেখা ট্র্যাজেডি কিং কে

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু। এই বর্ষীয়ান অভিনেত্রী গুরুতর অসুস্থ। তাঁর অসুস্থতায় চিন্তিত অনুরাগী মহল।নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন দিলীপ কুমারের স্ত্রী৷ অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

তাঁর পরিবার সূত্রে খবর, বেশ কিছুমাস ধরেই অসুস্থ সায়রা বানু। তাঁর হাঁটুতে জমাট বেঁধেছে দুটি ক্লট৷ তবে এখনও বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। ঠিকমতো চলাফেরা করতে পারছেন না৷ যদিও এই বছরেই একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

   
 ⁠

মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। ১৯৬৬ সালের ১১ অক্টোবর দিলীপ কুমারকে বিয়ে করেন সায়রা। বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। কিন্তু এর ঠিক ১৫ বছর পর ফের বিয়ে করেন দিলীপ কুমার। কিন্তু আশ্চর্যের বিষয় সায়রা বানো এতে আপত্তি জানায়নি। বরং মেনে নিয়েছিলেন এই সম্পর্ক।

  
 ⁠

তবে দ্বিতীয় বিয়ের দুই বছর পর, দিলীপ কুমার তার ভুল বুঝতে পারেন। দ্বিতীয় স্ত্রী আসমা রেহমানকে ডিভোর্স দিয়ে আবার সায়রার সঙ্গে থাকতে শুরু করেন। এমনকি তার পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সায়রা বানু ও দিলীপ কুমারের প্রেম কাহিনী এখনও ঘুরে বেড়ায় অনুরাগীদের মুখে মুখে।