ভাইরাল

স্কুল ড্রেসেই ঝুঁকি নিয়েই নর্দমায় ভেসে যাওয়া তেরঙ্গা উদ্ধার! খুদের দেশপ্রেমকে কুর্নিশ নেট দুনিয়ার

কত কিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমন বেশ কিছু ভিডিও থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নর্দমায় ভেসে যাচ্ছে জাতীয় পতাকা। তা উদ্ধার করতে নিজের জীবনের ঝুঁকি নিল এক খুদে।তার এই দেশপ্রেম দেখে ধন্যি ধন্যি করেছে গোটা নেট দুনিয়া।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, নর্দমার প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে তেরঙা। স্কুল ড্রেস পরে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই পতাকা উদ্ধার করছে খুদে। ওই খুদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া।

এই ভিডিওটি ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওতে, একটি স্কুলের ইউনিফর্ম পরা একটি শিশুকে দেখা যায়। স্বাধীনতা দিবসের পরের দিন নর্দমায় জাতীয় পতাকা ভেসে যাচ্ছিল। কোনও মতে নর্দমার ধার দিয়ে নেমে ওই পতাকা তুলে আনে খুদে টি। ওই ভিডিওটি দেখে শিশুটিকে কার্যত ‘সুপার হিরো’ বলেই মন্তব্য করেছেন অনেকে।

এই ভিডিওটি খুব দ্রুত হারে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে ঐ খুদেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের বাস্তব জীবনের নায়ক বলে অভিহিত করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘এই শিশুটিকে স্যালুট’।

Back to top button