বর্তমানে সিনেমা হলের পর্দা কাঁপাচ্ছে, স্ত্রী 2। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে হিট। স্ত্রী ছবির প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তবে শুধু স্ত্রী নয়, চলতি বছরের মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু সিক্যুয়েল ছবি। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ছবিগুলির পরবর্তী পর্যায়ে দেখার জন্য। চলতি বছরে কোন কোন ছবির সিক্যুয়েল মুক্তি পাচ্ছে দেখে নেওয়া যাক।
আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত, পুষ্প 2: দ্য রুল মুক্তি পাওয়ার কথা ডিসেম্বরে। ছবিটি আগস্টে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল কিন্তু নির্মাতারা এটির মুক্তির তারিখ ডিসেম্বরে নিয়ে গিয়েছেন। এরপরেই রয়েছে সিঙ্ঘম এগেইন।
অজয় দেবগন, রণবীর সিং , দীপিকা পাড়ুকোন , টাইগার শ্রফ , এবং অক্ষয় কুমার অভিনীত রোহিত শেট্টির পরিচালনায় সিঙ্ঘম এগেইন, স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। পরে, অ্যাকশন ড্রামা ফ্লিকের নির্মাতারা ঘোষণা করেছিলেন যে সিঙ্ঘম এগেন এই বছরের দীপাবলিতে মুক্তি পাবে।
ভুল ভুলাইয়া 3 রয়েছে তালিকায়। কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং বিদ্যা বালানের ভুল ভুলাইয়া 3 ও 2024 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে৷ দ্বিতীয় ছবিটি 2022 সালে মুক্তি পায়। ভুলভুলাইয়া টু বিশাল বাণিজ্যিক সাফল্য পেয়েছিল এবং সেই বছরের সর্বোচ্চ আয়কারী হিসেবে উঠে এসেছিল। এছাড়াও হলিউডের স্মাইল 2 মুক্তি পাবে এই বছরে। মনস্তাত্ত্বিক অতিপ্রাকৃত হরর ফিল্ম এটি। নাওমি স্কট প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। 2022 সালের রিলিজের সিক্যুয়াল এটি। পার্কার ফিন পরিচালিত ছবিটি চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
সিতারে জমিন পার রয়েছে মুক্তির অপেক্ষায়। আসন্ন ছবিটিতে আমির খান এবং জেনেলিয়া ডি’সুজা দেশমুখ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিও যৌথভাবে আমির এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও প্রযোজনা করেছেন। জানা গেছে যে সিতারে জমিন পার স্প্যানিশ চলচ্চিত্র, চ্যাম্পিয়নস অবলম্বনে নির্মিত হবে। এটি 25 ডিসেম্বর, মুক্তি পাওয়ার কথা রয়েছে।