জগদ্ধাত্রী, ফুলকি, গৌরী কার আয় কত? জনপ্রিয় ১০ নায়িকার পারিশ্রমিকের অঙ্ক জানলে চোখ কপালে উঠবে আপনার

সন্ধ্যে হলেই বাড়ির ড্রয়িং রুমে এসে হাজির হন ফুলকি, জগদ্ধাত্রী, গৌরী, পর্ণারা। মা কাকিমাদের একেবারে ঘরের লোক হয়ে উঠেছেন এই সমস্ত চরিত্ররা। কিন্তু ছোট পর্দার এই নায়িকারা এক একটি সিরিয়াল করতে কত টাকা পারিশ্রমিক নেয় জানেন? তাদের পারিশ্রমিকের অংক শুনলে চোখ কপালে উঠবে আপনার।
ফুলকি ধারাবাহিকে নাম চরিত্রে অভিনয় করছেন দিব্যানি। এটি তার প্রথম ধারাবাহিক। প্রথম ধারাবাহিক এই অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। মাসিক ১ লাখ ১২ হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। এরপরেই রয়েছেন জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকের তিতির। প্রতিমাসে তার পারিশ্রমিকের অংক ১ লাখ ২০ হাজার টাকা।
ইচ্ছে পুতুল’র মেঘ ওরফে তিতিক্ষা রয়েছে পারিশ্রমিক নেওয়ার নিরিখে অষ্টম স্থানে। তিনি ১ লাখ ২৪ হাজার টাকা পারিশ্রমিক পান মাসে। এদিকে টিআরপি কমলেও, কিন্তু গৌরী এলো এর অভিনেত্রী মোহনা ওরফে গৌরীর জনপ্রিয়তা একটুও কমেনি। তিনি মাস শেষে পারিশ্রমিক পান ১ লাখ ২৫ হাজার। এছাড়াও মুকুট ধারাবাহিকের অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া ১ লাখ ৩২ হাজার টাকা বেতন পান।
‘রাঙা বউ’ সিরিয়ালের নায়িকা তথা অভিনেত্রী শ্রুতি দাসের নাম রয়েছে পঞ্চম স্থানে। শ্রুতি এই মুহূর্তে ১ লাখ ৩০ হাজার টাকা পারিশ্রমিক পান। অপরদিকে, খেলনা বাড়ি’র জন্য প্রত্যেক মাসে ১ লাখ ৪০ হাজার টাকা চার্জ করেন আরাত্রিকা।
কে আপন কে পর ধারাবাহিকের জবা এখন পরিচিত নিম ফুলের মধু সিরিয়ালের পর্ণা নামে। সেই পর্ণা ওরফে পল্লবী শর্মা মাসে বেতন পান নিম ফুলের মধু’র জন্য প্রত্যেক মাসে ২ লাখ ২২ হাজার টাকা। এরপরেই আসছেন জনপ্রিয় মুখ শিমুল ওরফে মানালি দে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের জন্য তিনি প্রতি মাসে নেন ২ লাখ ৬০ হাজার টাকা। আর সবার থেকে বেশি এই মুহূর্তে পারিশ্রমিক ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়িকা অঙ্কিতার। মাসিক ২ লাখ ৮৫ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি।