স্বাগত গণপতি বাপ্পাজি! বাড়িতে গণেশ পুজোয় মাতলেন শাহরুখ

শিল্পনগরী মুম্বাইতে গণেশ চতুর্থী পালনের মহাসমারাহ সবার জানা। সেই শহরে সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলিব্রেটিরা সকলেই গণেশ চতুর্থীতে মেতে ওঠেন। প্রতিবারের মতো এবারও শাহরুখ খানকে দেখা গেল গণেশ চতুর্থীতে সামিল হতে।
জওয়ানের সাফল্যের পর সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন কিং খান। বাড়িতে সিদ্ধি বিনায়কের পুজোর ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শাহরুখ। সেখানে বাদশাহ লেখেন, “স্বাগত গণপতি বাপ্পাজি। ভগবান গণেশের আরাধনায় আপনাদের ও আপনাদের পরিবারের আজকের দিনটি সুন্দর কাটুক। গণেশ যেন আমাদের সকলকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য দেন। এবং সঙ্গে অনেক মোদক দেন”।
অন্যদিকে সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতেও বিশাল সমারোহে গণেশ পূজো হয়। সেখানে সালমান খানের পাশাপাশি আমন্ত্রণ থাকে অন্যান্য বলিউড তারকাদেরও। এবারেও তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, সকলে।
এদিকে শিল্পা শেটি, মনিশ মালহোত্রা, অমিতাভ বচ্চন সকলের বাড়িতেই গণেশ আরাধনা হয়েছে এই দিন। গণেশ চতুর্থীর উৎসব সবচেয়ে বেশি পালিত হয় বাণিজ্য নগরী মুম্বইয়েই। এতে শামিল হয় বলিউডও। এবারও একবার সেই ছবি ধরা পরল।